রাজধানীর মোহাম্মদপুর থানার ৬ নম্বর রোডের ব্লক-বী’র একটি বাসায় স্ত্রীর ওপর অভিমান করে মো. স্বপন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বয়স ২৫ বছর।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপনের স্ত্রী তানিয়া আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ও নিজের রুমে ঘুমাতে যায়। পরে জানালা দিয়ে দেখতে পাই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ সময় আশপাশের লোকজন ডেকে দরজা ভেঙে স্বপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
স্বপনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার দেওয়ানবাগ এলাকায়। তার বাবার নাম বজলুর রহমান। বর্তমানে মোহাম্মদপুরের ৬ নম্বর রোডের ব্লক-বী ১৭ নম্বর বাসায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন