রাজধানীর ডেমরায় একটি হাসপাতালে গর্ভাবস্থার এক রোগীর চিকিৎসা চলার সময় অপারেশন থিয়েটারে ঢুকে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চিকিৎসক হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
রোববার (২৫ মে) রাতে হাজীনগর এলাকার সেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ‘গ্রেপ্তারের সময় স্থানীয়রা বাধা দিতে গেলে আমাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয়।’
জানা যায়, গ্রেপ্তার ডা. ইমরান হোসেন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের দুটি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি বর্তমানে মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউটে কর্মরত।
গোপন সংবাদের ভিত্তিতে এডিসি বকুল হোসেনের নেতৃত্বে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে এডিসি বকুল বলেন, ‘প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে, হত্যা মামলার আসামি ডা. ইমরান ডেমরার সেবা হাসপাতালে অবস্থান করছেন। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।’
এদিকে ডা. ইমরান এখনো মহানগর সাইবার ক্রাইম ইউনিটের হেফাজতে রয়েছেন বলে জানান ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান।
তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশ ডেমরা থানায় অবগত করলে আমরা তাদের সহযোগিতা করি এবং আসামিকে গ্রেপ্তারে সহায়তা করি।’
উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি হত্যা মামলার প্রধান আসামি ডা. ইমরান। এ ছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় রুজু করা গণহত্যা মামলাও রয়েছে।
তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাতুয়াইল মাতৃসদন ইনস্টিটিউটের আওয়ামী লীগের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।