ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জেনেভা ক্যাম্পে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:০৭ পিএম
গ্রেপ্তারকৃতরা। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রোববার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত টানা এই অভিযানে বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও মাদকসহ একাধিক অপরাধমূলক আলামত উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি ককটেল, দুটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, তিনটি ছুরি, পাঁচটি হেলমেট, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গতকাল শনিবার বিকেল ৪টা থেকে আজ রোববার রাত বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।