ঢাকা: শেয়ার বাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। ফলে সপ্তাহজুড়ে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
এতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৬ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। আর প্রধান মূল্যসূচক কমেছে ২০০ পয়েন্টের বেশি। দেশ পরিচালনার দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের অধীনে এটি শেয়ারবাজারের দ্বিতীয় সপ্তাহ।
গণ আন্দোলনে হাসিনা সরকার পতনের পর শেয়ার বাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহটিও বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো যায়নি।
আন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম সপ্তাহজুড়ে শেয়ার বাজারে দরপতনের পাল্লা ভারি হয়। ডিএসইতে দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান নাম লেখায়, তার দ্বিগুণের বেশির স্থান হয় দাম কমার তালিকায়। ফলে কমে যায় মূল্যসূচক। তবে দরপতনের পরও বাজার মূলধন বাড়ে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন