রাউন্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং (আরইউআর) ২০২৫-এ গৌরবজনক স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
গত ৪ জুন প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণায় উত্তরা ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে, যা শিক্ষার গুণগত মান, গবেষণায় উদ্ভাবন এবং বৈশ্বিক সম্পৃক্ততার একটি শক্তিশালী প্রমাণ।
বিশ্বের ৮৫টিরও বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আরইউআর ২০২৫ র্যাঙ্কিং তৈরি করা হয়েছে, যেখানে মূল্যায়নের চারটি প্রধান মানদণ্ড হলো শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা এবং আর্থিক স্থিতিশীলতা।
এসব মূলয়্যানের ক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, একাডেমিক উৎকর্ষ, গবেষণা-ভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ অবদান প্রতিফলিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা র্যাঙ্কিং বিষয়ে প্রশংসা করে বলেন, ‘আমাদের সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।’
এ আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সম্মান নয়, বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও মজবুত করে তুলবে।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটির এই অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন