জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহস্পতিবার (৩১ জুলাই) একদিনেই ৪৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।যাদের মধ্যে রয়েছেন ২৫ জন অতিরিক্ত কমিশনার এবং ২৪ জন যুগ্ম কমিশনার। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এনবিআরের অভ্যন্তরীণ সূত্র বলছে, বদলি প্রশাসনিকভাবে একটি নিয়মিত প্রক্রিয়া হলেও, একসঙ্গে এত বিপুলসংখ্যক কর্মকর্তাকে রদবদল একটি ব্যতিক্রমী ঘটনা।
বিশেষ করে যেসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে, তাদের অনেকেই সম্প্রতি এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য হিসেবেও পরিচিত।
এদিকে, এনবিআরের আরও কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে অন্তত ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে।
২৫ জন অতিরিক্ত কমিশনারের মধ্যে রয়েছেন:
মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, খায়রুল কবির মিয়া, ড. তাজুল ইসলাম, ড. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা ইহসান, মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, শহীদুল ইসলাম, মিলন শেখ, মিনহাজ উদ্দিন পাহলোয়ান, জিয়াউর রহমান খান, রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মাহবুব হাসান, নুসরাত জাহান, বাপ্পী সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ।
২৪ জন যুগ্ম কমিশনারের মধ্যে রয়েছেন:
ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন রিজভী, মিজানুর রহমান, পায়েল পাশা, নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, নাহিদুন্নবী, খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, রিয়াজুল ইসলাম, পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম।
এ ঘটনাকে কেন্দ্র করে এনবিআরের ভেতরে প্রশাসনিক চাপে নতুন মাত্রা যুক্ত হয়েছে। কেউ কেউ একে সংস্কারবিরোধী আন্দোলনের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ হিসেবেও দেখছেন। তবে এনবিআর কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
এই হঠাৎ বদলির ঘটনার প্রভাব আগামী দিনে কীভাবে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থাপনাকে প্রভাবিত করে, তা এখন দেখার বিষয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন