বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ শিক্ষকের বিকল্প নেই। কারণ শিক্ষকরা শুধু পাঠদান করেন না, বরং তাদের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলেন। একইসাথে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দেশের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়েই একটি শক্তিশালী অর্থনীতি ও সমৃদ্ধ জাতি অর্জন সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে বর্তমান গভর্নর দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল অনুমোদন এবং গভর্নর পদটিকে সাংবিধানিক পদে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, দক্ষ শিক্ষক ছাড়া মানসম্পন্ন শিক্ষা সম্ভব নয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলামও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন