এইচএসসির ২৪ জুলাইয়ের পরীক্ষাকে ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি। শিক্ষা উপদেষ্টা বলেছেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, আগামী ২৪ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্পষ্ট জানান, ‘পরীক্ষা স্থগিতের কোনো তথ্য আমাদের কাছে নাই। এছাড়া ওইদিন পরীক্ষা স্থগিত হওয়ার কোনো কারণ নেই।’
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরও একমত প্রকাশ করে জানান, ২৪ জুলাইয়ের পরীক্ষা নিয়ে স্থগিত সংক্রান্ত কোনো আলোচনা হয়নি এবং গণমাধ্যমে প্রচারিত খবরে তিনি অবগত নন।
এর আগে গতরাতে মঙ্গলবারের পরীক্ষাটি স্থগিত করা হয়। আগের দিন গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়ে বিষয়টি জানতে পারেন।
আপনার মতামত লিখুন :