রাজধানীর শাহবাগে রোববার সকালে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে শনিবার রাত পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
একই অভিযোগ এনে রাত সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগ। এ সময় তারাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহবাগ ব্লকেড কর্মসূচির সাথে সংহতি জানিয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন। সকাল ১০টায় এ ব্লকেড কর্মসূচিতে তারা অংশ নেবেন বলে জানিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি সামাজিকবিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগ পিএসসির কাছে প্রস্তাব দিয়েছে, যেখানে বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সঙ্গে তাদের বিভাগকে মার্জ করার সুপারিশ করা হয়েছে।
এই প্রস্তাব রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র, মর্যাদা ও পেশাগত পরিসরে সরাসরি হস্তক্ষেপ বলে দাবি শিক্ষার্থীদের। তারা বলছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক পাঠ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে শতবর্ষের ঐতিহ্য, সুসংহত পাঠক্রম, নিজস্ব গবেষণা ক্ষেত্র এবং প্রজন্মের পর প্রজন্মে গড়ে ওঠা অ্যাকাডেমিক কাঠামো। অন্য বিভাগের সঙ্গে মার্জ হলে এই মর্যাদা ক্ষুণ্ন হবে এবং শিক্ষা ক্যাডারে যোগ্যতা ও প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে।
আপনার মতামত লিখুন :