জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উপাচার্য জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে ছাত্র সংসদের সংবিধানের খসড়া প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। এরপর সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচনি রোডম্যাপ অনুযায়ী, গেজেট প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন তপশিল ঘোষণা করা হবে।
এ ছাড়া তপশিল ঘোষণার পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নির্বাচনি প্রচার ১০ কর্মদিবস চলবে।
রোডম্যাপ অনুযায়ী, গেজেট প্রকাশের সর্বোচ্চ ৫৪ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে এবং সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫।
তবে শিক্ষার্থীরা দাবি করছেন, নির্বাচনি প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হোক। তাদের প্রস্তাব অনুযায়ী, সংবিধানের খসড়া ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুত, ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন, ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ১০ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ৫ কর্মদিবসের মধ্যে তপশিল ঘোষণা, পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে নির্বাচন কার্যক্রম গ্রহণ এবং পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচনি প্রচার সম্পন্ন করা হবে। এতে সম্ভাব্য নির্বাচনের তারিখ ধরা হয়েছে ১৮ নভেম্বর ২০২৫।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন