ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তিনি মোট ১৪,০৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ভিপি পদে দ্বিতীয় অবস্থানে ছিলেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩,৮৮৪ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট।
বড় ব্যবধানে জয়লাভ করে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন একটি অধ্যায় রচনা করলেন, যেখানে দীর্ঘদিন পর ছাত্রশিবিরের কোনো প্রার্থী ভিপি পদে নির্বাচিত হলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন