জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে ক্যাম্পাসে প্রবেশের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার পর থেকে কোনো বহিরাগত বা প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। কিন্তু অভিযোগ অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতেই (৯ সেপ্টেম্বর) কয়েকজন প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা ক্যাম্পাসে প্রবেশ করেন।
জানা গেছে, ওই রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেন ছাত্রদলের শাখা কমিটির সভাপতি ও বিএনপির যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম মহাসচিব মো. পারভেজ মল্লিক, জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক এবং শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি।
এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে ক্ষোভ তৈরি হয়। সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের প্রবেশে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তাদের মতে, প্রশাসনের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও এভাবে ক্যাম্পাসে প্রবেশ করার সুযোগ পাওয়া মানে নিয়ম ভঙ্গের স্পষ্ট উদাহরণ।
ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় আলোচনা ও সমালোচনা। শিক্ষার্থীদের কেউ কেউ এটিকে ‘প্রভাব বিস্তার করার চেষ্টা’ বলে আখ্যা দেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান রোজেন।
তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানান, তাদের ক্যাম্পাসে যাওয়া ছিল নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুমতিপত্র সংগ্রহের জন্য। তিনি দাবি করেন, তারা নিয়ম ভাঙেননি, বরং প্রক্রিয়া অনুসরণ করেই ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন।
এ বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে বহিরাগতদের উপস্থিতি এবং প্রশাসনের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন