রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিবশঙ্কর রায় নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন দুই শিক্ষক। পথিমধ্যে নওহাটা এলাকায় পৌঁছালে তারা দুর্ঘটনার শিকার হন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ড. শিবশঙ্কর রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক ড. শিবশঙ্কর রায় দীর্ঘদিন ধরে রাবির মার্কেটিং বিভাগে শিক্ষকতা করে আসছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন