শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী বইমেলার শেষ দিনে জমে উঠেছে বইমেলা।
ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে ৫০ টি স্টল নিয়ে শুরু হওয়া বইমেলায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগের বিভাগীয় স্টল ছাড়াও গ্রীন ভয়েস, সিআরসি, তারুণ্য, ক্যাপ, আবৃত্তি আবৃত্তি, লেখক ফোরাম, জ্ঞানতপসী, চিন্তাঙ্গন, দিশারী এবং শাখা ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল ছিল।
গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন পাঠক ও দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। মেলায় শিক্ষার্থীদের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো। স্টলে বই হাতে নিয়ে মলাট উল্টিয়ে দেখছিলেন কেও কেও। ক্লাসের ফাকে বন্ধু বান্ধবদের সঙ্গে পাঠকরা স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন।
বই বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গতকাল দুপুরের পর বৃষ্টিত কারণে বইক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আজ তারা ভালো সাড়া পাচ্ছেন৷ অনেকেই পছন্দমতো বই কিনছেন, একে অপরকে গিফট করছেন। মেলায় বইপ্রেমীদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন তারা।
এছাড়াও খাবারের দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আইসক্রিম, বার্গার, পাপড়িচাট, ফুচকাসহ বিভিন্ন খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
কয়েকজন বইপ্রেমীর সাথে কথা বললে তারা জানান, ক্লাস পরীক্ষার কারণে অনেকেই নিয়মিত আসতে না পারায় আজ এসেছি পছন্দের বই কিনতে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ কিংবা তরুণ লেখকদের বই কিনে বিভিন্ন নতুন বিষয়ের সাথে পরিচিত হচ্ছেন। প্রতিবছর ইবিতে বইমেলার আয়োজন হওয়ায় খুশি তারা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন