সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিন দিনব্যাপী ৫৩তম বার্ষিক তাঁবুবাস, দীক্ষা অনুষ্ঠান ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ এবং গ্রুপ সম্পাদক মু. আবু জাফর।
তিন দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে অনুষ্ঠিত হয় স্কাউটদের রিপোর্টিং এবং জাতীয় ক্রোমেটিং। এদিন স্কাউটদের স্কাউটিং বিষয়ক ক্লাস নেওয়া হয়। বিকেলে অনুষ্ঠিত হয় তাঁবুজলসা প্রস্তুতি, কিংস গেম এবং পতাকা নামানোর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
শনিবার (১৬ আগস্ট) দ্বিতীয় দিনে শহীদ বরকত মিলনায়তনে রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত 'মহাতাঁবু জলসা' অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য, কবিতা, নাটক, অভিনয় ও লোকসংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান এবং গ্রুপ সম্পাদক মু. আবু জাফর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও গ্রুপ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ। এ সময় সাবেক ও বর্তমান রোভার ম্যানরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল নবীন রোভারদের উদ্দেশে বলেন,‘আমরা এখানে যারা আছি অধিকাংশই স্কাউটের সাথে জড়িত। আমরা স্কাউটিং মূলনীতি,আদর্শ পদ্ধতি ও পাঁচটি নিয়মনীতি, যেমন: শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, আবেগপ্রবণ ও আধ্যাত্মিক, এই দীক্ষা অন্তরে লালন করেই নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলি। আশা করি যারা নবীন আছো তোমরা ভালো ট্রেনিং করার মাধ্যমে রোভার স্কাউটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোভার স্কাউটের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমি সব ধরনের চেষ্টা করব।’
তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, ‘জাতিকে রক্ষা করার জন্য, একটি সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার জন্য, যারা আমাদের ভবিষ্যতের জন্য অবদান রাখবে এবং আমাদের মেরুদন্ডকে সোজা রাখবে সেই সন্তানদেরকে আমরা কিভাবে গঠন করলাম সেটাই হচ্ছে মুখ্য বিষয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় কলেজ তিতুমীরে লেখাপড়া করা রোভার এর ছেলেমেয়েদেরকে গড়ে তুলতে আমাদের দীপ্ত শপথ থাকা দরকার। আর এই দীপ্ত শপথ বুকে ধারণ করে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে আমরা দেশের জন্য,জাতির জন্য রোভার স্কাউটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো।’
তাঁবুবাস-দীক্ষা অনুষ্ঠানের শেষ দিনে আজ রোববার (১৭ আগস্ট) সকাল ছয়টা পনেরো মিনিটে শহীদ বরকত মিলনায়তনের সামনে পতাকা উত্তোলন করা হয় এবং সকাল সাতটায় রিপোর্টিংয়ের মাধ্যমে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর দীক্ষার প্রস্তুতিমূলক মহড়া শেষে দুপুর সাড়ে ১২টায় দীক্ষা অনুষ্ঠান শুরু হয়।
দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম, গ্রুপ সম্পাদক মু. আবু জাফর এবং বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিলুফা ইয়াসমিনসহ রোভারের সিনিয়র ও নবীন সদস্যরা।
এসময় ছেলেদের দীক্ষা প্রদান করেন কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ ও রোভার স্কাউটের সম্পাদক মু. আবু জাফর। মেয়েদের দীক্ষা প্রদান করেন সহযোগী অধ্যাপক ড. নিলুফা ইয়াসমিন।
সবশেষে শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ উপদলদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।