ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:৫২ পিএম
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। ছবি- রূপালী ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে পূর্ণাঙ্গ ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে সাভারে নিহত শহীদ নাফিসা মারওয়ার মামা হজরত আলী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’-এর ব্যানারে ঘোষিত এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাগছাস বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সংগঠনটির সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

প্যানেল ঘোষণার পর সহ-সভাপতি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমাদের প্যানেলে কোনো রাজনৈতিক দলের সদস্যকে স্থান দেওয়া হয়নি। যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে, গণ-অভ্যুত্থানের চেতনা ধারণে এবং সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনে সম্মুখসারিতে থেকে ভূমিকা রেখেছেন, আমরা তাঁদের অন্তর্ভুক্ত করেছি। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ সর্বোচ্চ করার চেষ্টা করেছি। সংরক্ষিত নারীর বাইরেও বিভিন্ন পদে নারী প্রার্থী রয়েছে। আমাদের প্যানেলে একজন আদিবাসী শিক্ষার্থীও রয়েছে। আশা করি আগামী ১১ সেপ্টেম্বর প্রশাসন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।’

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন- সহ-সাধারণ সম্পাদক (ছেলে) পদে জিয়াউদ্দিন আয়ান এবং সহ-সাধারণ সম্পাদক (মেয়ে) পদে মালিহা নামলা। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফারহানা বিনতে জিগার ফারিনা এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লড়বেন মো. সাজ্জাদ হোসেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মাজিউর রহমান চৌধুরী, আর সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাঈদ হোসেন। সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন ফাতেমা তুজ জোহরা (বৈশাখী)।

ক্রীড়া সম্পাদক পদটি শূন্য রাখা হলেও সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার (পলি) এবং সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রিং ইয়ং মুরং (রুশদ) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে রয়েছেন সফিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবীব এবং একই বিভাগের সহ-সম্পাদক (নারী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাদিয়া রহমান অন্বেষা ও (পুরুষ) পদে কাজী মেহরাব (তুর্য)। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসিম আল তারিক, আর পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মো. নাহিদ হাসান (ইমন)।

কার্যকরী সদস্য (নারী) পদে রয়েছেন পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু ও আফিয়া ইবনাত সামিহা। আর কার্যকরী সদস্য (পুরুষ) পদে লড়বেন সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতি।

ঘোষিত প্যানেলে মোট আটজন নারী শিক্ষার্থীকে রাখা হয়েছে, এর মধ্যে ছয়জন সংরক্ষিত নারী পদে এবং দুজন সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি একজন আদিবাসী শিক্ষার্থীও স্থান পেয়েছেন এ প্যানেলে।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের সম্মানার্থে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি। একই সঙ্গে নাট্য সম্পাদক পদটিও ফাঁকা রাখা হয়েছে।