ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চুয়েটে তিন দফা দাবিতে ক্লাস বর্জন

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৪:৩১ পিএম
ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ৩ দফা দাবিতে দেশজুড়ে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরবর্তীতে তারা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে সেখানে সংবাদ সম্মেলন করেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ডিগ্রিধারীদের অতিরিক্ত সুবিধা ও কোটা থাকার কারণে বিএসসি প্রকৌশলীদের চাকরির সুযোগ সীমিত হচ্ছে। এই পদ ও সুযোগ শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা উচিত।

তারা আরও বলেন, তাদের আন্দোলনের লক্ষ্য শুধুমাত্র ন্যায় ও সমান অধিকার নিশ্চিত করা। এই দৃঢ় অবস্থান চুয়েট ক্যাম্পাসে একটি সুসংগঠিত ও দৃশ্যমান প্রতিবাদমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

এ ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরাজ জানান, ‘দশম গ্রেডের পদটি উপ-সহকারী প্রকৌশলীদের। কিন্তু যারা আসলেই বিএসসি ইঞ্জিনিয়ার, তারাই আবেদন করতে পারে না। আবার অনেকে দশম গ্রেড থেকে অন্যায়ভাবে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে যাচ্ছে, তাদের সেটার যোগ্যতাটাও নেই। কারণ এর জন্য বিএসসি সার্টিফিকেটটা প্রয়োজন, তাদের সেটা নাই। তাদেরকে একসময় দশম গ্রেডে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তারা পুরোপুরি এটিকে নিজেদের করে নেয়। চাকরি ক্ষেত্রে ডিপ্লোমা সিন্ডিকেট যেন প্রকৌশল খাতকেই ধ্বংস করছে। আমরা এর প্রতিবাদে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান, ‘সারা দেশে চলমান বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির পক্ষে একাত্মতা পোষণ করে আমরা আজ আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে এই বিক্ষোভ সমাবেশে এসেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিগুলো সারা দেশের সাধারণ জনগণের কাছে পেশ করছি। পাশাপাশি ডিপ্লোমাদের অযৌক্তিক সাত দফার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকারের কাছে দাবি, খুব দ্রুতই যেন দাবিগুলো মেনে নেওয়া হয় এবং এই প্রকৌশল খাতকে ডিপ্লোমাদের সিন্ডিকেট মুক্ত করা হয়।’

উল্লেখ্য, গত বেশ কয়েক মাস ধরেই চাকরি ক্ষেত্রে প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন চুয়েটসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি হলো, নবম গ্রেডে নূন্যতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ করে দেওয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবী ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।