ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জাকসুর আলোচনায় যারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:১০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট। ছবি- সংগৃহীত

দীর্ঘ ৩ দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরব ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গন। মনোনয়নপত্র জমা শেষে প্যানেল গঠনের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন ছাত্রসংগঠন। এরইমধ্যে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ইসলামী ছাত্রশিবির। তবে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি বিএনপি-সমর্থিত ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো।

এবার জাকসুতে মোট ২৫টি পদ এবং হল সংসদে ১৩ পদে নির্বাচন হবে। প্রার্থী হতে হলে নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থী হতে হবে। কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএস, এজিএসসহ ২৭টি পদ থাকবে। নতুন করে নারীদের জন্য সংরক্ষিত পদও যুক্ত হয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি পদে প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, যিনি সাংবাদিকতার পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। জিএস পদে আলোচনায় রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ তৌহিদ মোহাম্মদ সিয়াম। নারী এজিএস পদে আলোচনায় আছেন মালিহা নামলাহ। জাবি ভিসির বাসভবনে আটকে থেকে ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন তিনি। পরে জুলাই আন্দোলন নিয়ে বই প্রকাশ করেছেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ইসলামী ছাত্রশিবির প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। তবে আলোচনায় রয়েছেন ভিপি পদে আব্দুল গাফফার জিসান। তিনি জুলাই আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সংগঠন পিডিএফ'র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সুবর্ণ নাগরিক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

এ ছাড়া মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের সভাপতি শেখ সাদী আলোচনায় আছেন। তিনি সাংস্কৃতিক অঙ্গন ও জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমানও ভিপি পদে আলোচনায় আছেন। তিনি আন্দোলনে সক্রিয় থাকলেও শামীম মোল্লা হত্যা মামলায় আসামি হওয়ায় বিতর্কিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। জিএস পদে রয়েছেন শিবিরের প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম।

এখনও বামপন্থি সংগঠনগুলো কোনো স্বতন্ত্র বা যৌথ প্যানেল চূড়ান্ত করতে পারেনি। সাংস্কৃতিক ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে মতবিরোধের কারণে প্রস্তাবিত ‘সাম্প্রতিক ঐক্য’ প্যানেল এখনও ঘোষিত হয়নি। তবে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি প্রাপ্তি তাপসী, যিনি জুলাই আন্দোলনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। অন্যান্যদের মধ্যে আছেন সাংস্কৃতিক জোটের ফাইজা মাহজাবিন, থিয়েটার থেকে মাহফুজ আলম মেঘ এবং ছাত্র ফ্রন্টের কর্মী মেহের আফরোজ শাওলী ও সোহাগী সামিহা।

জুলাই আন্দোলনের পর আবদুর রশিদ জিতু ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন সংগঠন গড়ে তুলেছেন। তিনি ভিপি পদে আলোচনায় রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি মামুন, যিনি জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন।

সোমবার (২৫ আগস্ট) জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে । আপিলের শেষ তারিখ ২৬ আগস্ট এবং শুনানি ২৭ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট। ২৯ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

প্রচারণা চলবে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।