‘বাংলাদেশের ইতিহাসে আমরা বহুদিন ধরে ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করে এসেছি। আজ শিক্ষার্থীরা সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনারা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) নির্ভয়ে কেন্দ্রে আসুন, ভোট দিন’ এমন আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
আবিদুল ইসলাম খান বলেন, ‘এখনো ভোট শুরু হয়নি। ভোটগ্রহণ শুরুর পর বোঝা যাবে পরিবেশ কেমন থাকে। তবে আমি মনে করি, আজ বাংলাদেশের গণতন্ত্র চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।’
তিনি বলেন, ‘ভোরবেলা থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রে আসছেন। এটা গণতন্ত্রের জন্য একটি ভালো বার্তা। ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলেই আমরা আশাবাদী।’
ডাকসুতে এবার মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।
ভোটার তালিকা অনুযায়ী, এবার মোট ভোট দেবেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন