ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

‘অমোচনীয়’ কালি মুছে যাওয়ার অভিযোগ ছাত্রদলের

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১২:০০ পিএম
কালি মুছে যাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এই অভিযোগ করে বলেন, কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কালি মুছে যাচ্ছে। এই ইস্যুতে আমরা একটু পর অভিযোগ দিচ্ছি।

দ্রোহ পর্ষদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী ঋজু লক্ষী অবরোধ বলেন, ‘নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। আমি নিজে ভোট দেওয়ার কিছুক্ষণ পর দেখি আমার আঙুলের কালি মুছে গেছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি তদন্তের আহ্বান জানাচ্ছি।’

ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, কেউ ঘুণাক্ষরেও বলতে পারবেন আমি ভোট দিয়েছি? অথচ আমি মাত্রই ভোট দিয়ে এলাম। একটু ঘষা দিয়েই কালি তুলে ফেলা যাচ্ছে।

নির্বাচন কমিশন অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, অভিযোগটি আমাদের কাছে এসেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। আমরা সব বিষয়ে সতর্ক আছি।

৩৫ বছরের অপেক্ষার পর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উপস্থিত হন। ৯টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬।