শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৬:৪৩ পিএম

নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৬:৪৩ পিএম

নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা। ছবি- সংগৃহীত

নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা। ছবি- সংগৃহীত

নোয়াখালীতে টানা অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব।

তিনি জানান, ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়গুলোতে পূর্বঘোষিত ছুটি রয়েছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।

তবে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং প্রয়োজনে বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি থাকবে। চলমান দুর্যোগ পরিস্থিতির পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক কাজ করছে, বিশুদ্ধ পানির জন্য মোবাইল প্ল্যান্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, সাপে কাটা, ডায়রিয়া ও অন্যান্য জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল। উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জালাল উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নিলা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

Shera Lather
Link copied!