অপেক্ষার অবসান হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ হবে।
তবে এবার ফল প্রকাশের পদ্ধতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। আগে শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় উদ্যোগে একযোগে ফল ঘোষণা করা হলেও এবার প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে ফল প্রকাশ করবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড- মোট ১১টি বোর্ডের ফল একযোগে প্রকাশ পেলেও ফল সংগ্রহ করতে হবে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, এসএমএস বা শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে।
যেভাবে জানা যাবে ফল:
১. ওয়েবসাইট
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও বোর্ড ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে হবে।
২. এসএমএস:
যেকোনো মোবাইল থেকে SSC ফরম্যাটে টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
উল্লেখ্য, এ বছর শিক্ষা মন্ত্রণালয় বা জাতীয় কোনো পত্রিকায় ফল প্রকাশ করা হবে না।
ফল পুনঃনিরীক্ষা:
ফলে কোনো অসন্তোষ থাকলে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি জানাতে সংশ্লিষ্ট বোর্ড ও টেলিটক বাংলাদেশ লিমিটেড পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
পরীক্ষার পরিসংখ্যান:
গত ১০ এপ্রিল শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যদিও ২০২৪ সালের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল, তবে প্রথম দিনেই ২৬ হাজার ৯২৮ জন অনুপস্থিত ছিলেন, যা পরীক্ষায় অনুপস্থিতির হারকে নজরে আনে।