বেসরকারি বিভিন্ন স্কুল-কলেজের ১ হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ৮২ জন এবং কলেজের ১৭২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।
এ সময় কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ১৯, কুমিল্লার ৭৩, ঢাকার ৯২, খুলনার ৯৮, ময়মনসিংহের ৫১, রাজশাহীর ১০১, রংপুরের ৫৮৯ এবং সিলেটের ৪২ জন রয়েছেন।
অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৫, চট্টগ্রামের ১০, কুমিল্লার ২, ঢাকার ১০, ময়মনসিংহের ৭, রাজশাহীর ১১১, রংপুরের ১৪ ও সিলেট অঞ্চলের ৩জন রয়েছেন।