দেখতে দেখতে ২০২৪ সাল শেষ হয়ে এলো। এ বছর বলিউডের চালচিত্র কেমন ছিল, একটু নজর দিতে চাই সংক্ষিপ্ত পরিসরে। চলতি বছর বিগত বছরগুলোতে ক্রমাগত মন্দার অভিশাপ অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলিউড। এ বছর উল্লেখ করার মতো বেশ অনেকগুলো ব্লকবাস্টার হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। ‘ফাইটার’, ‘স্ত্রী টু’, ‘ভুল ভুলাইয়া থ্রি’, ‘কালকি ২৮৯৮’, ‘সিংহাম এগেইন’, ‘মুনজেয়া’, ‘শয়তান’, ‘লাপাত্তা লেডিস’, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাগুলো হিট সুপার হিট, মেগা হিট তকমা নিয়ে উতরে গেলেও ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘সারফিরা’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ব্যাড নিউজ’, ‘খেল খেল ম্যায়’, ‘দ্য বার্মিংহ্যাম মার্ডারস’, ‘উলাঝ’, ‘যোদ্ধা’, ‘ময়দান’-এর মতো নামিদামি তারকা সমৃদ্ধ বড় বাজেটের সিনেমাগুলোর চরম ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
বছরের সবচেয়ে বড় চমক ছিল আমির খান পত্নী কিরন রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিস’ সিনেমাটির ব্যাপক সাফল্য। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে সিনেমাটি। যাতে বলিউডের কোনো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ছিলেন না। সিনেমার গল্প নির্মাণ এবং সহজ সরলভাবে পর্দায় উপস্থাপনের চমকে দর্শক মুগ্ধ হয়েছেন। এ বছর হরর কমেডি ধাঁচের সিনেমার জনপ্রিয়তা ছিল লক্ষ্য করার মতো। সবচেয়ে ভালো ব্যবসা করা ‘স্ত্রী টু’, ‘মুনজেয়া’, ‘ভুল ভুলাইয়া’, ‘শয়তান’ সিনেমাগুলো অন্যতম।
এ বছর অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমারের ব্যর্থতা ছিল বিশেষভাবে লক্ষণীয়। গত কয়েক বছর ধরে তার ক্যারিয়ারে যে ধ্বস নেমেছে তা যেন রোধ করতে পারছে না বলিউডের খিলাড়ি হিসেবে খ্যাত এই অভিনেতা। সালমান খান, আমির খান, শাহরুখ খান এই তিন সুপারস্টারের কোনো সিনেমা চলতি বছর মুক্তি পায়নি। হৃতিক রোশন একটি মাত্র সিনেমা ‘ফাইটার’ দিয়ে বাজিমাত করেছেন। অজয় দেবগনের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ‘সিংহাম এগেইন’ এবং ‘শয়তান’ ছাড়া আর কোনো সিনেমা উল্লেখযোগ্য সাফল্য পায়নি। শহিদ কাপুরের একটিমাত্র সিনেমা ‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ মুক্তি পেয়েছে। এ সিনেমাটি মোটামুটি ভালো ব্যবসা করেছে।
এ বছর রাজকুমার রাও অপেক্ষাকৃত ভালো সাফল্য দেখিয়েছেন। তার অভিনীত সিনেমা সুপারহিট হয়েছে যেমন, আবার মোটামুটি ভালো ব্যবসা করেছে। কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’-এর মাধ্যমে ছক্কা হাঁকিয়েছেন। অথচ তার অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ মুখ থুবড়ে পড়েছে। এ সিনেমার জন্য অনেক কষ্ট করেছেন তিনি। বিক্রান্ত ম্যাসি এ বছর তার অভিনীত ‘সাবরমতি রিপোর্ট’, ‘সেক্টর থার্টি সিক্স’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমাগুলোতে চমৎকার পারফরম্যান্স করেছেন। তবে হঠাৎ করে তার অভিনয় ছাড়ার ঘোষণা হতাশ করেছে সবাইকে।
ভিকি কৌশল ‘ব্যাড নিউজ’ সিনেমাটি দিয়ে বাজিমাত করতে পারেননি। জনপ্রিয় তারকা অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ সিনেমাটি এ বছরের একটি বহুল প্রতীক্ষিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। যা বছরের শেষ দিকে মুক্তি পাচ্ছে। বরুণ ধাওয়ানকে ওটিটি প্ল্যাটফর্মে সিটাডেল হানিবানিতে দেখা গেছে অ্যাকশন অবতারে। অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাডুকোনকে তিনটি সিনেমাতে দেখা গেছে। তার প্রতিটি সিনেমাই সুপারহিট হয়েছে।
এদিকে, মা হওয়ার পর আলিয়া ভাট দুর্দান্ত অ্যাকাশন অবতারে ‘জিগরা’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় এলেও তাকে সাদরে গ্রহণ করেনি দর্শক। মারাত্মক ফ্লপ করেছে তার সিনেমাটি। এখন থেকে দক্ষিণী সিনেমার দিকে মনোযোগ দিতে চান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। শ্রদ্ধা কাপুর একমাত্র একটি সিনেমা ‘স্ত্রী টু’র মাধ্যমে নিজের অবস্থান উজ্জ্বল রাখতে সক্ষম হয়েছেন। কারিনা কাপুর খান অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এ বছর। এর মধ্যে ‘সিংহাম এগেইন’ এবং ‘ক্রু’ ভালো ব্যবসা করেছে। অন্যদিকে, তার ‘বার্মিংহাম মার্ডারস’ একদম চলেনি। তবে এ সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
ক্যাটরিনা কাইফের মাত্র একটি সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পায় এ বছর শুরুর দিকে। সিনেমাটি মোটেও সাড়া জাগাতে পারেনি। এ ছাড়া অনেকটাই আলোচনার বাইরে থাকতে দেখা গেছে বলিউডের এই সুন্দরী নায়িকাকে। তার সন্তান সম্ভবা হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত তার মাতৃত্বের কোনো সংবাদ পাওয়া যায়নি। মেধাবী অভিনেত্রী তাপসী পান্নুকে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং ‘খেল খেল ম্যায়’ সিনেমাতে দেখা গেছে এ বছর। কৃতি শ্যানন অভিনেত্রী হিসেবে নিজেকে ভিন্ন মাত্রায় পরিচিত করেছেন। যেমন ‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ সিনেমাতে একজন রোবোট তরুণীর ভূমিকায় তার অভিনয় দর্শকদের মনে ভিন্ন আমেজ ছড়িয়ে দিয়েছে। একজন বিমানবালা রূপে ‘ক্রু’ সিনেমাতেও তার পারফরমেন্স চমকে পরিপূর্ণ ছিল।
গত বছরের অ্যানিমেল সিনেমাতে দুর্দান্ত আবেদনময়ী রূপে আবির্ভূত হয়ে ‘ক্রাশ’ হিসেবে গণ্য হওয়ার পর তৃপ্তি দিমরি এ বছর ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কি’ ও ‘আলা ভিডিও’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ এই তিন সিনেমাতে ভিন্ন ভিন্ন আঙ্গিকের রোলে পর্দায় এসেছেন। তার আবেদনময়ী রূপের সাথে সাথে ভালো অভিনয়ের প্রতি আগ্রহ এবং প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। সিদ্ধান্ত মালহোত্রাকে বিয়ের পর বহুল আলোচিত জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানিকে এ বছর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।
সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা কাপুর, ভূমি পেডনেকার, রাশি খান্না, দিশা পাটানি প্রমুখ এ বছর একাধিক সিনেমাতে অভিনয় করলেও দর্শকদের আলোড়িত করতে পারেননি তেমনভাবে। তবে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের স্বাক্ষর রেখেছেন ইয়ামি গৌতম। এ বছর দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণিকে ‘ময়দান’ সিনেমাতে দেখা গেছে। ‘বেবি জন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে আরেক দক্ষিণী অভিনেত্রী কৃতি সুরেশের। ২০২৪ সালে ‘লাপাত্তা লেডিস’ সিনেমাতে বলিউডের সিনেমায় সারপ্রাইজ হিসেবে আবির্ভূত হয়েছেন দুই তরুণী অভিনেত্রী নিতানশী গোয়েল ও প্রতিভা রানতা।
গ্রামের সাদামাটা জীবনের গল্পে তারা নিজেদের বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করেছেন। যা বলিউডের গ্ল্যামারাস লুক নিয়ে পর্দায় আসা অন্যান্য নায়িকাদের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়েছে। সাম্প্রতিক সময়ের ‘পুস্পা ২’ সিনেমাতে রাশমিকা মান্দানা তার পর্দা উপস্থিতির মাধ্যমে নতুন করে বাজিমাত করেছেন। তামিল তেলেগু সিনেমার পাশাপাশি বলিউডেও দীপিকা পাডুকোন, কিয়ারা আদভানি, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, অনন্যা পান্ডে এবং হালের তৃপ্তি দিমরিদের পেছনে ফেলে নিজের অবস্থানকে সুসংহত করতে সক্ষম হবেন দক্ষিণী এই তরুণী অভিনেত্রী।
গত কয়েক বছরের মতো এ বছরেও বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে দক্ষিণী বেশ কয়েকটি বহুল প্রতীক্ষিত তামিল, তেলেগু, মালায়ালম সিনেমা। প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে ‘কল্কি ২৮৯৮’, ‘দেভারা’, ‘ইন্ডিয়ান টু’, ‘পুস্পা টু’, ‘দ্য গ্রেটেসট অব অল টাইম’, ‘আমরন’, ‘মানজুমাল বয়েজ’, ‘ভেট্টয়ান’, ‘দ্য গোট লাইফ’, ‘আভেশাম’, ‘রায়ান’, ‘লাকি ভাস্কর’, ‘প্রেমালু’, ‘আরামানাই’, ‘মহারাজা’, ‘গুন্টার করম’ প্রভৃতি দক্ষিণী সিনেমার সাফল্য কিংবা দর্শকদের আগ্রহ বিশেষ অঞ্চল ও বিশেষ ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
এখন রজনীকান্ত, কমল হাসান, আল্লু অর্জুন, বিজয় থালাপাতি, এনটিআর জুনিয়র, প্রভাস, ধানুশ, ফাহাদ ফাসিল, দুলকার সালমান, মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন এর মতো দক্ষিণী সুপারস্টারের জনপ্রিয়তায় ঢেউ বলিউডে এসে আছড়ে পড়েছে। যার প্রমাণ চলতি বছর তাদের অভিনীত তামিল তেলেগু মালায়ালম সিনেমার বক্স অফিস সাফল্য। বলিউডের হিন্দি সিনেমাকে এখন দক্ষিণী সিনেমার সাথে প্রতিযোগিতায় বারবার মুখোমুখি হতে হচ্ছে।