বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৩৯ এএম

পুরুষের মাথায় লাঠি মেরে ‍‍"লাঠমার হোলি‍‍"

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৩৯ এএম

পুরুষের মাথায় লাঠি মেরে ‍‍

ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মের অন্যতম প্রাচীন উৎসব হোলি, যা ভারতের পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে নানা রঙে, ভিন্ন ভিন্ন ঐতিহ্যে উদযাপিত হয়। আগামী ১৪ মার্চ উদযাপিত হবে এই দোল উৎসব। হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও এই আনন্দময় উৎসবে শামিল হন। বৃহত্তর অবাঙালি হিন্দুরা এটিকে "হোলি" নামে পালন করলেও, বাঙালি হিন্দুরা "দোল উৎসব" বা "দোল পূর্ণিমা" হিসেবে উদযাপন করেন। নাম ভিন্ন হলেও উৎসবের মূল ভাবনা এক—একে অপরকে রঙে রাঙিয়ে আনন্দ ভাগ করে নেওয়া।

ভারতের বিভিন্ন রাজ্যে বসন্তকালীন এই উৎসবের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোথাও হোলি মানেই রঙ খেলা, কোথাও গান-বাজনা, আবার কোথাও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে সবচেয়ে অনন্য এবং আকর্ষণীয় উদযাপনগুলোর মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশের বরসানা ও নন্দগাঁও অঞ্চলের লাঠমার হোলি।

বরসানার লাঠমার হোলিতে নারীরা লাঠি হাতে পুরুষদের ওপর আঘাত করেন, আর পুরুষরা নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। এটি এক দীর্ঘদিনের ঐতিহ্য, যা হাজারো মানুষ উপভোগ করতে সমবেত হন। কথিত আছে, হোলির দিন কৃষ্ণ তার প্রেমিকা রাধার সঙ্গে দেখা করতে বরসানায় এসেছিলেন এবং মজা করে তাকে রঙ মাখিয়ে দেন। প্রতিক্রিয়ায়, রাধা ও তার সখীরা কৃষ্ণকে লাঠি দিয়ে আঘাত করেন। সেই ঘটনা থেকেই লাঠমার হোলির জন্ম হয় এবং আজও এই ঐতিহ্য সগৌরবে উদযাপিত হয়।

উৎসব চলাকালে পুরুষরা মাথায় বালিশ নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান, আর নারীরা লাঠি দিয়ে সেই বালিশে আঘাত করেন। রঙ, সঙ্গীত ও নাচের সঙ্গে এ এক অভিনব আয়োজন, যা প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। লাঠমার হোলি শুধু উৎসবই নয়, এটি প্রেম, মজা ও সম্প্রদায়ের সংহতির এক রঙিন প্রতিচ্ছবি।

আরবি/শিতি

Link copied!