বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:৪৬ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা-শিল্পীসহ ৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:৪৬ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা এবং কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা এবং কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের একাধিক পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা ও শিল্পীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন।

৮ জুলাই (মঙ্গলবার) পাঠানো এ নোটিশে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস প্রোডাকশন হাউসকে বিবাদী করা হয়েছে।

মাহি উদ্দিনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত একাধিক সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে উল্লেখ করা হয়, নাটকে ব্যবহৃত ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি ডায়ালগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থি। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি। 

আইনজীবীরা আরও বলেন, পরিচালক কাজল আরেফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে নাটকটি সব বয়সি দর্শকের উপযোগী বলে দাবি করেছেন। তবে নাটকের ভাষা, বিষয়বস্তু ও উপস্থাপনা পরিবারবান্ধব নয়, বরং তা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি করছে।

আইনজীবী মহি উদ্দিন জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭-এর কথা উল্লেখ করে জানান, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর এমন কনটেন্ট প্রচার আইনত দণ্ডনীয়। অথচ নাটকের সংলাপ ও ভিডিও কনটেন্টগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কিশোরদের ভাষা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে এসব আপত্তিকর সংলাপ ও ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
 

Shera Lather
Link copied!