ঈদ-উল আজহায় মুক্তিপ্রাপ্ত বেশির ভাগ চলচ্চিত্রে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ লঙ্ঘনের অভিযোগ এনেছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। সংস্থাটির দাবি, এসব সিনেমায় বারবার ধূমপান, ই-সিগারেট এবং মাদকের ব্যবহার দেখিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগজনক।
মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মানস জানায়, ২০২৫ সালের ঈদ-উল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া ৬টি সিনেমার মধ্যে ৫টিতেই ধূমপান ও মাদকসেবনের সুস্পষ্ট দৃশ্য রয়েছে।
‘তাণ্ডব (তান্ডব)’ ও ‘ইনসাফ’ নামের দুটি আলোচিত সিনেমায় মোট ১৬০ বার ধূমপান করতে দেখা গেছে। শুধু তাই নয়, এসব দৃশ্য সিনেমার ট্রেলার, টিজার ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য সতর্কবার্তা অনেকক্ষেত্রেই ছিল অনুপযুক্ত ও আইনবিরুদ্ধ।
মানসের তথ্য অনুযায়ী, এসব সিনেমায় কোনো কোনো চরিত্রকে ই-সিগারেট ও অন্যান্য নেশাদ্রব্য সেবন করতে দেখানো হয়েছে। পাশাপাশি আমদানি করা একটি নেপালি চলচ্চিত্রেও তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
ওই সিনেমায় আইনশৃঙ্খলা বাহিনীর চরিত্রকে ধূমপান করতে দেখানো হয়েছে, যা বিশেষভাবে উদ্বেগের বলে উল্লেখ করেছে সংস্থাটি।
সংস্থাটি মনে করে, এসব অনিয়ন্ত্রিত উপস্থাপন তরুণ দর্শকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানস কর্তৃপক্ষ চলচ্চিত্র সেন্সর বোর্ডসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আরও কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন