বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:৫৩ পিএম

পপতারকার সঙ্গে ‘রোমাঞ্চকর’ ডিনারে ট্রুডো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:৫৩ পিএম

পপতারকা কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডো। ছবি - সংগৃহীত

পপতারকা কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডো। ছবি - সংগৃহীত

মার্কিন পপতারকা কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একসঙ্গে রাতের খাবার খাওয়ার ভিডিও ঘিরে নেটদুনিয়ায় ঝড় উঠেছে। বিলাসবহুল রেস্টুরেন্টে জমজমাট সেই নৈশভোজের দৃশ্য প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নতুন এক সম্পর্কের জল্পনা-কল্পনা।

একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মন্ট্রিয়লের অভিজাত রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ রাতের খাবারে উপস্থিত কেটি পেরি আর ট্রুডো দুজনেই বেশ আত্মমগ্ন। তারা ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন, টেবিলের ওপর ঝুঁকে মুগ্ধ হয়ে একে অন্যের দিকে তাকিয়ে থাকাও ধরা পড়ে ক্যামেরায়।

পেরি আর ট্রুডোর নৈশভোজের দৃশ্য। ছবি - সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, কড়া নিরাপত্তায় ঘেরা সেই নৈশভোজে নানা রকম ককটেল, লবস্টারসহ একাধিক সুস্বাদু পদ উপভোগ করেছেন তারা। এমনকি রেস্টুরেন্টের প্রধান শেফও এসে তাদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন। ডিনারের শেষে কেটি ও ট্রুডো একসঙ্গে রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়েও রন্ধনকর্মীদের ধন্যবাদ জানান বলে জানা যায়।

এই ডিনার যতটা ছিল জমকালো, ততটাই আলোড়ন তুলেছে তাদের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে। কারণ কেটি পেরি কিছুদিন আগেই তার দীর্ঘদিনের বাগদত্তা অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। 

এক দশকের বেশি সময় একসঙ্গে ছিলেন তারা, ডেইজি ডাভ নামের একটি কন্যাসন্তানও রয়েছে তাদের। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরেও এই প্রাক্তন যুগলকে সম্প্রতি মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে দেখা গেছে, যা নিয়ে অনেকেই বলছেন, ‘সৌজন্যমূলক সহাবস্থান’ হলেও কেটির জীবনে হয়তো নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে।

অন্যদিকে, ট্রুডোও একা। ২০২৩ সালে তিনি স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের সংসার জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন।

পপতারকা কেটি পেরি। ছবি - সংগৃহীত

নেটিজেনদের একাংশ এই ডিনারকে নিছক ‘বন্ধুত্বপূর্ণ’ বললেও অন্যরা বলছেন, ‘বিচ্ছেদের পরে প্রেমের নতুন অধ্যায় শুরু করেছেন দুজনেই’। কেউ কেউ ট্রুডোর ‘চরিত্রগত নম্রতা’ আর কেটির ‘মুক্তচিন্তার জীবনীশক্তি’ মিলিয়ে লিখেছেন, ‘নতুন যুগলের রসায়ন তো জমছেই!’

তথ্যসূত্র: টিএমজেড, গার্ডিয়ান, ইনসাইডার, মেট্রো নিউজ, গ্লোবাল নিউজ, লা প্রেস 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!