শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৩:৪৩ পিএম

উত্তরায় শ্যুটিং বন্ধে শিল্পী-নির্মাতাদের ক্ষোভ প্রকাশ 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৩:৪৩ পিএম

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, পরিচালক তপু খান ও নির্মাতা মাহমুদ দিদার। ছবি - সংগৃহীত

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, পরিচালক তপু খান ও নির্মাতা মাহমুদ দিদার। ছবি - সংগৃহীত

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের পরিচিত শুটিং হাউজ ‘লাবনী ৪’-এ নাটক ও সিনেমার শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ২০ জুলাই দেওয়া এক নোটিশে তারা জানায়, আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা জারির পরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পী ও নির্মাতা।

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এক তীব্র প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘শুটিংয়ের বাড়ি যারা বন্ধ করে দিচ্ছে খুঁজে খুঁজে তাদের বাড়িতে গিয়ে শুটিং করতে হবে। ইরানের মত দেশ সিনেমা করে অস্কার পায়। আর আমরা এখনো লবিং করে অনুদান নেই এবং জাতীয় পুরস্কার পাই। তাই মানুষও আমাদের ঘৃণা করে।’

এই সিদ্ধান্তকে ‘দুঃসময়’ বলেই মনে করছেন নির্মাতা মাহমুদ দিদার। তিনি ফেসবুকে লেখেন, ‘শুটিং হাউজ বন্ধ করে দিতে বলেছে। অনেক বছর ধরে উত্তরায় শুটিং হয়! কোনো কমপ্লেইন ছিল না। এখন চলবে না এসব! ঘুমের ডিস্টার্ব হয়। আমার ধারণা, এই অঞ্চলে দীর্ঘদিনের যে শুটিং কালচার, এটা আর থাকবে না। এটা কেবল আলামত! উত্তরা কিংবা পুবাইল-দুঃসময় এল বলে।’

পরিচালক তপু খান বিষয়টিকে দেখছেন আরও গভীর সংকট হিসেবে। তার ভাষায়, ‘শিল্প সংস্কৃতি বিকাশে এটা বাধার সামিল।’ উত্তরা লাবনী ৪ শুটিং হাউজের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমাদের অনেকের স্মৃতি বিজরিত শ্যুটিং হাউজ উত্তরার লাবনী ৪। এই হাইউজের আসলাম ভাই, আমার দেখা অন্যতম ভাল এবং নিরীহ মানুষ।’

তিনি সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন, ‘যদি কোনো ত্রুটি বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। তাই বলে সরাসরি নিষেধাজ্ঞা কে ভাল চোখে দেখছি না।’

নির্দেশনা ইস্যুর পর ‘শিল্প ও বাণিজ্যের ভারসাম্য’ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, রাজধানীর আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহার নিয়ে আইনগত ও সামাজিক সমন্বয়ের অভাব আছে, যার ফলে শিল্পকর্মকে বিপদে পড়তে হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!