শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:০৫ এএম

‘এখন নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:০৫ এএম

ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। ছবি- সংগৃহীত

ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। ছবি- সংগৃহীত

ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মঞ্চ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাম লেখান টেলিভিশন নাটকে৷ বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। বেশ কয়েক মাস আগে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করলেও আড়াই মাস ধরে কাজহীন মৌ শিখা। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এখন নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে উল্লেখ করে মৌ শিখা লিখেন, অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।

আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।

তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল, কারো সাতপাচে ছিল না; কারো সামনে পিছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক।

কিন্তু তাতে কি লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে। কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব৷ আমি জানি না। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোন দরকার নেই।

দীর্ঘ ২৫ বছরে একই পারিশ্রমিকে কাজ করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, হঠাৎ করে কেন কাজ কমে গেল৷ কেন আমাকে ডিরেক্টররা ডাকছেন না, মনে করছেন না কেনো। তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি।

২৫ বছর যাবত মিডিয়ায় আছি এখনো আমার রেমুনারেশন মাত্র ৫ হাজার টাকা। এটাও কি খুব বেশি? যাই হোক যত দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন।

মৌ শিখা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সিনেমা ‘জমজ ভূতের গল্প’। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে মুক্তি থমকে আছে।

Shera Lather
Link copied!