বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে যে ক’টি কণ্ঠ যুগান্তকারী হয়ে আছে, মিজান রহমান মিজান তাদের একজন। আজ সেই মিজানের জন্মদিন।
দেশের অন্যতম জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ওয়ারফেজের ভোকাল হিসেবে যিনি ‘অসামাজিক’, ‘পূর্ণতা’, ‘আশা’, ‘অমানুষ’-এর মতো কালজয়ী গান উপহার দিয়েছেন, তিনি এখন মিজান আন্ড ব্রাদারস ব্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন নতুন স্বর আর অভিজ্ঞতার মিশেলে।

এই দিনে ভক্তরা ফিরে তাকায় সেই সময়ের দিকে, যখন মিজানের ঝাঁঝালো চিৎকারে কেঁপে উঠত মঞ্চ, তার গগণবিদারী কণ্ঠ উন্মাদনায় বুঁদ করে রাখত হাজারো দর্শককে।
ওয়ারফেজে তার যাত্রা যতটা গৌরবময় ছিল, ততটাই সাহসী ছিল ব্যতিক্রমী পথ বেছে নেওয়া-নিজস্ব ব্যান্ড গড়ে তোলার সিদ্ধান্ত। এখনকার মিজান অনেক পরিণত, অনেক নিরীক্ষাপ্রবণ।
তার গানে যে আগুন একদিন প্রজ্বলিত হয়েছিল, তা আজও নিভে যায়নি। এখনো স্টেজে ওঠা মাত্রই যেন এক ঝড়ের নাম মিজান! বাংলার ব্যান্ডসংগীতে মিজান রহমান নতুন প্রজন্মের ভোকালিস্টদের কাছে যেন এক পাঠশালা।
আপনার মতামত লিখুন :