ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান মাত্র ৩৬ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হন। গত এক বছর ধরে চিকিৎসার মধ্য দিয়ে গেলেও, তিনি প্রতিটি মুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন, যাতে সাধারণ মানুষ তার লড়াই থেকে অনুপ্রেরণা পেতে পারে। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, অসুস্থতার পর থেকে কাজ পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
২০২৪ সালের জুন মাসে হিনা খান জানান, তিনি স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত। এরপর থেকে তার কেমোথেরাপি এবং অস্ত্রোপচার হয়েছে। এই কঠিন সময়ে তিনি নিজের চুল কেটে ফেলার ভিডিও থেকে শুরু করে হাসপাতালের করিডোরে হাঁটার ছবিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এই যাত্রাপথে তাকে সাহস জুগিয়েছেন তার পরিবার, বন্ধু এবং অনুগামীরা।
এই অসুস্থতার মাঝেই তিনি তার দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন। এই দম্পতি সম্প্রতি ‘পতি পত্নী অউর পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছেন। হিনা জানিয়েছেন, এই শো-টিতে অংশগ্রহণের জন্যই তারা দ্রুত বিয়ে সেরে ফেলেন, যদিও বিয়ের পরিকল্পনা আগে থেকেই ছিল এবং অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। এই শো-তে হিনা-রকি ছাড়াও আরও একাধিক তারকা জুটি রয়েছেন, যেমন দেবলীনা বন্দ্যোপাধ্যায়-গুরমিত চৌধুরী, রুবিনা দিলাইক-অভিনব শুক্ল, অভিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি এবং স্বরা ভাস্কর-ফহাদ আহমেদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হিনা খান তার কাজে ফেরার প্রবল ইচ্ছার কথা জানান। তিনি বলেন, “অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন আমি ক্রমশ সুস্থ হয়ে উঠছি। আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনো পুরোপুরি সুস্থ নও’, কিন্তু আমি বুঝতে পারি, মানুষ আমার অসুস্থতার কারণে ইতস্তত করছে।”
হিনা আরও জানান, তিনি অডিশন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গত এক বছরে তাকে কেউ ডাকেনি।
‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দগি কে ২’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি হিনা ‘বিগ বস ১১’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি সব প্রতিবন্ধকতা সরিয়ে রেখে আবারও পুরোদমে কাজ শুরু করতে চান এবং নির্মাতাদের কাছে তাকে কাজ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
আপনার মতামত লিখুন :