ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শহীদদের স্মরণে শাহ হামজার গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:২৮ পিএম
কণ্ঠশিল্পী শাহ হামজা। ছবি- সংগৃহীত

প্রেম-ভালোবাসার গানের বাইরে জীবনমুখী গানও করছেন কণ্ঠশিল্পী শাহ হামজা। এবার শুধু জীবনমুখী নয়, তার গানে তুলে ধরেছেন নতুন বাংলাদেশের জুলাই-আগস্টের দিনগুলো। সম্প্রতি তিনি ‘রক্তের জুলাই’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন।

‘তুমি কি দেখেছ সেই অন্ধকার রাতে/ যখন হানাদার এলো, রক্ত ঝরাল পথে/ তাদের নিষ্ঠুরতা শকুনের চোখে/ তাদের রক্তপিপাসু, তাদের ভয়ংকর বোধে’—এমন কথার গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

হামজা গানটি কোটাবিরোধী আন্দোলনের শহীদ ছাত্র ও সাধারণ মানুষের উৎসর্গ করেছেন বলে জানান শাহ হামজা।

তিনি বলেন, ‘এই গানের মাধ্যমে শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। ইতিহাস যেন কেউ ভুলে না যায়। জুলাই-আগস্টের দিনগুলো কোনো সচেতন মানুষের স্মৃতি থেকে মুছে যাবে না। সে সময়ের প্রতিবাদী মানুষদের কল্যাণেই আজকের নতুন বাংলাদেশ পেয়েছি।’

শাহ হামজা বাংলাদেশের ৯০ দশকের ব্যান্ড সংগীতের একটি পুরোনো নাম। ১৯৯৫ সালে তিনি ‘ডোরিয়ান’ নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং একক ক্যারিয়ারও চালিয়ে যান।

তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’, ‘যে কথা বলা হয়নি’, ‘একা আমি’।