নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ। দীর্ঘসময় ধরে তিনি নির্মাণে জড়িত। এরই মধ্যে ‘শেষ পৃষ্ঠা’, ‘তিন চোর’, ‘জোড়া প্রেমিক’, ‘ব্রোকেন ফ্যামিলিসহ বেশকিছু দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। মাসুদের পরিচালিত তারকাবহুল ধারাবাহিক ‘গরম মহল্লা’ প্রচারে এলে বেশ দর্শকপ্রিয়তা পায়।
সম্প্রতি এই নির্মাতার বিরুদ্ধে অভিনয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। ভুক্তভোগী তাছলিমা খাতুন আয়েশা শ্রীপুর থানায় পরিচালক মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন।
এ নিয়ে নেটদুনিয়া উত্তাল। তবে এমন খবর অসত্য এবং ভিত্তিহীন দাবি করে পরিচালক মাসুদ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘চাইলেই যে কেউ অভিযোগ দায়ের করতে পারেন। তবে অভিযোগ করলেই কেউ দোষী হয়ে যায় না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া তিনি আমার কোনো নাটকে এখনও কাজ করেনি। যদি এই মামলা আদালত পর্যন্ত যায়, তবে সেখানেই আইনিভাবে এর মোকাবিলা করব।’
তাছলিমা খাতুন আয়েশা অভিযোগে উল্লেখ করেন, ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে নাসির উদ্দিন মাসুদ ও তার সহকারী বাবর শুটিংয়ের কথা বলে শ্রীপুর থানাধীন তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ সাকিনস্থ রাস্ রিসোর্টে নিয়ে যান তাকে। সেখানে নিয়ে যাওয়ার পর দুজন মিলে তাকে ধর্ষণ করেন। এরপর বয়স্ক এক ব্যক্তি, যাকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি তাছলিমাকে তৃতীয়বার ধর্ষণ করেন। পরে মারধর করে অভিনেত্রীর ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন এবং রিসোর্ট থেকে বের করে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইনগত প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
থিয়েটারের মাধ্যমে নির্মাণে নাম লেখান নাসির উদ্দিন মাসুদ। নির্মাণের পাশাপাশি করছেন অভিনয়ও। এরই মধ্যে বেশকিছু নাটকে তাকে দেখা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন