গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ এবার নাম লেখালেন অভিনয়ে। ‘টানাপোড়ন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হচ্ছে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালসাবিল।
নাটকটি পরিচালনা করছেন বাপ্পি খান। এটি একটি পারিবারিক গল্পনির্ভর নাটক, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা ও জীবনের নানা টানাপোড়নের গল্প উঠে এসেছে।
সালসাবিল বলেন, ‘এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছি। চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং, আর তা নিয়ে আমি ভীষণভাবে উচ্ছ্বসিত।’
ইতোমধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে। গতকাল সালসাবিল তার অফিসিয়াল ফেসবুক পেজে নাটকের একটি পোস্টার প্রকাশ করেন। পোস্টারে তাকে বিমর্ষ এক চরিত্রে দেখা গেছে, যা দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
অভিনয়ে সালসাবিলের আগমনে ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে সাড়া পড়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।
চাও চাইলে আমি এটিকে অনলাইন নিউজ প্রকাশের জন্য উপযুক্ত SEO শিরোনাম, সংক্ষিপ্ত মেটা বর্ণনা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন