‘ঝুলন্ত মরদেহ উদ্ধার’ - শিরোনামটা দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন। কিন্তু সব জল্পনার ইতি টেনে হুট করেই লাইভে এসে জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ পরীমণি- ‘আমি বেঁচে আছি!’
সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে লাইভে আসেন তিনি।
ক্যামেরার সামনে সরাসরি বলেন, ‘আমি বডি’র (কাপড়ের ব্র্যান্ড) শুট করছিলাম। হঠাৎ ফোন হাতে নিতেই দেখি কলের চেয়ে বেশি এসএমএস। আপনি কল্পনা করুন তো- কেউ বলছে আপনি মারা গেছেন! কেমন লাগে?’
লাইভের ক্যাপশনেও তার সেই বিদ্রুপাত্মক ভঙ্গি স্পষ্ট: ‘মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছ?’
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভুয়া খবর নিয়ে পরীমণির মন খারাপ। লাইভে তিনি বলেন, ‘এভাবে কারো মৃত্যু সাজিয়ে সংবাদ করা খুবই স্পর্শকাতর একটা বিষয়। এটা শুধু আমাকে না, আমার পরিবারকেও নাড়া দিয়েছে।’
কিছুদিন আগেও তার ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা হয়েছিল, তবে এবার যেন গুজবের বাঁধ ভেঙে গেছে। অনেকেই লাইভে এসে তার পাশে দাঁড়ান, কমেন্টে লেখেন- ‘দিদি, তোমাকে এভাবে কেউ ভাঙতে পারবে না।’
চিরচেনা পরীমণি যেন আরও দৃঢ়, আরও তীক্ষ্ণ। লাইভে তার একরাশ অভিমান, সঙ্গে প্রতিবাদ আর সোজাসাপ্টা জবাব- ‘আমি বেঁচে আছি!’
আপনার মতামত লিখুন :