ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আল্লাহ কিছু নেওয়ার আগে দিয়েও দেন : পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৪:৪১ পিএম
চিত্রনায়িকা পরীমণি। ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আল্লাহ কিছু নেওয়ার আগে দিয়েও দেন।’ 

ব্যক্তিজীবনের নানা ঘাত-প্রতিঘাতের কথা তুলে ধরে এই স্ট্যাটাসে পরীমণি জানান, কীভাবে সন্তানদের ভালোবাসা ও উপস্থিতি তাকে নতুন করে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে।

পরীমণির জীবনে বিগত কিছু মাস ছিল চরম চড়াই-উতরাইয়ে ভরা। শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং প্রিয় নানাভাইয়ের মৃত্যু- এই দুই বড় ধাক্কা তাকে প্রচণ্ড একাকিত্বে ডুবিয়ে দেয়। 

উপরন্তু নানাবিধ আইনি জটিলতায় দীর্ঘদিন ধরেই আদালতে চক্কর কাটতে হচ্ছে তাকে। এমনকি গত সোমবারও আদালতে তার দায়েরকৃত হত্যাচেষ্টা ও ধর্ষণ মামলার শুনানিতে উপস্থিত হন। যদিও তার অসুস্থতার কারণে শুনানির তারিখ পরিবর্তন করে আগামি ৯ সেপ্টেম্বর ধার্য করা হয়। 

সব মিলিয়ে চারপাশের অনেকেই ভেবেছিলেন, এই শোক ও দুঃখ থেকে হয়তো তিনি আর উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু সেই দুর্বিষহ সময়েও তার পাশে ছিল তার সন্তানরা- ছেলে পুণ্য এবং মেয়ে প্রিয়ম।

সন্তানদের ঘিরেই যেন পরীমণির জীবনে নতুন আলোর রেখা ফুটে উঠেছে। নিজের সেই অনুভূতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে!’ সন্তানের ভালোবাসা তাকে মানসিকভাবে শক্ত করে তুলেছে- এমনটাই জানান তিনি।

স্ট্যাটাসে পরীমণি আরও লেখেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

এই পোস্টে পরীমণির ভক্তরা ব্যাপকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্টে অনেকেই তাকে ভালোবাসা ও সমর্থন জানিয়ে উৎসাহ দিয়েছেন। 

কেউ কেউ পোস্টটি শেয়ার করে পরীমণির দৃঢ় মনোবলের প্রশংসাও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়েছে নানা শুভ কামনার বার্তা নিয়ে।