প্রথমবারের মতো রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্টারেস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ‘সোল মেট’। ৬ থেকে ১০ আগস্ট অনুষ্ঠিতব্য এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে চার মিনিট দৈর্ঘ্যের ছবিটি। এটি নির্মাণ করেছেন নবাগত চলচ্চিত্রকার আদেল ইমাম আনুপ।

উৎসব কর্তৃপক্ষ জানায়, এবারের আসরে বিশ্বের ২ হাজার ৪০০টিরও বেশি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে ২৯টি দেশের ১০৪টি চলচ্চিত্রকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘সোল মেট’। নির্বাচিত হওয়ার বিষয়টিকে আয়োজকেরা ‘ব্যতিক্রমী অর্জন’ বলে উল্লেখ করেছেন।
স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আদেল ইমাম আনুপ একটি গণমাধ্যমকে বলেন, ‘স্বাধীন নির্মাতা হিসেবে আমার প্রথম কাজটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হওয়াটা সত্যিই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবু যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
মানুষের মুখ না দেখিয়ে কেবল পায়ের চলাচল এবং বর্ণনার ভিন্ন ধারার মাধ্যমে নির্মিত হয়েছে ছবিটি। এক জোড়া জুতোকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি, যেন তারা কথা বলতে পারে, নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে।

ভয়েসওভারে ছিলেন রেজওয়ান কবির কল্লোল। শুটিংয়ে অংশ নেন কনক খানডকার। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আনুপ ও কল্লোল। স্ক্রিপ্ট করেছেন শেখ কোরাশানি। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবির। সহকারী চিত্রগ্রাহক ছিলেন ফজলে রাব্বি।
‘সোল মেট’ এখন পর্যন্ত ঢাকায় দুটি প্রদর্শনীতে দেখানো হয়েছে। এর প্রিমিয়ার হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত ‘ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার ফেস্ট’-এর প্রথম আসরে।
আপনার মতামত লিখুন :