ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সহকর্মীর সঙ্গে পরীমণির খুনসুটি নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:৩৮ পিএম
সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের সঙ্গে পরীমণি । ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত মুখ পরীমণি মানেই কখনও রহস্য, কখনও বা হইচই। ঠিক তেমনই এক দৃশ্য ফের ভাইরাল হলো মঙ্গলবার বিকেলে। সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের সঙ্গে তোলা এক ভিডিওতে দেখা যায়, তার কাঁধে হাত রেখে যেন চেনা-অচেনা ভঙ্গিমায় পোজ দিয়েছেন পরীমণি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাই’।

চিত্রনায়িকা পরীমণি। ছবি - সংগৃহীত

এই দৃশ্য সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা কটাক্ষ। অনেকে প্রশ্ন তুলেছেন, ভাই ডাকার পরও এতটা ঘনিষ্ঠ পোজ কেন! কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। তবে পরীমণি নীরব।

তবে এটাই প্রথম নয়। এর আগে তিনি গাড়িতে বসে এই একই ব্যক্তির হাত আলিঙ্গনের মতো করে ধরে এক ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’ সেই ভিডিওরও রেশ পড়েছিল বেশ। পরে নায়িকা পরিষ্কার করে জানিয়েছিলেন, সেটি ছিল এক নিছক ‘প্র্যাংক’।

এই সহকর্মীর সঙ্গে পরীমণির সখ্য নতুন কিছু নয়। ছেলে-মেয়ের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে তাকে সঙ্গী করে নাচ, সমুদ্রবিলাসে যাওয়া, এমনকি একসঙ্গে ছবি পোস্ট-সবখানেই নিয়মিত উপস্থিত গোলাম হোসেন। আর সেই কারণেই হয়তো এই ভিডিওটিও মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে।

ছেলে-মেয়ের জন্মদিনে গোলাম হোসেনের সঙ্গে পরীমণির নাচ। ছবি - সংগৃহীত

এমন খুনসুটি দেখে কেউ বলছেন, ‘চেনা খেলা নতুন মোড় নিচ্ছে’, কেউ আবার মনে করছেন, ‘গসিপের রসদ তো তৈরি হলো আরও একবার’।