ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

আলোচিত আইনা আসিফের পরিচয় কি?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:৫৪ পিএম
আইনা আসিফ। ছবি-সংগৃহীত

মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘পরওয়ারিশ’-এ ‘মায়া শাহীর’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছেন আইনা আসিফ। মুক্তির পর দ্রুত সময়ে সবচেয়ে বেশি দেখা সিরিয়ালের তালিকায় জায়গা করে নেয় এটি। বিশেষ করে ‘মায়া শাহীর’ চরিত্রে অভিনয় করে মন কেড়ে নেন তিনি। ফলে আলোচনার তুঙ্গে এখন তিনি। স্বাভাবিক কারণে এ অভিনেত্রীকে নিয়ে এখন নেটদুনিয়ায় তুমুল আলোচনা। কে এই আইনা? আর ‘পরওয়ারিশ’-এর মতো বড় প্রজেক্টে কাজ করে কত পারিশ্রমিক পেয়েছেন তিনি?

পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আইনা আসিফ। করাচির আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন। এরপর ২০২১ সালে ‘পেহেলি সি মহাব্বত’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আইনার।

এতে অভিনেত্রী মায়া আলীর ছোট বয়সি চরিত্র রূপায়ণ করেন আইনা। ২০২৩ সালে প্রচারিত ‘পিঞ্জরা’, ২০২৩ সালে প্রচারিত ‘মেই রি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

তবে এ বছরের ৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ধারাবাহিক ‘পরওয়ারিশ’-এ অভিনয় করে পাকিস্তানি নাটক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। উর্দু ভাষার সিরিয়ালটি পরিচালনা করেছেন মীসাম নকীব। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—সমর জাফরি ও আইনা আসিফ।

গত ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিরিজটি। জানা যায়, আইনা আসিফ ‘পরওয়ারিশ’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য প্রায় এক লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিরিয়ালটির ৩১টি পর্ব প্রচার হয়েছে।