ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফরিদা পারভীনের পাশে বিএনপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০২:০৩ পিএম
শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৯ জুলাই) দুপুরে তাকে দেখতে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদা পারভীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘ফরিদা পারভীন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অমূল্য রত্ন। লালনসংগীতে তিনি অদ্বিতীয়া। বর্তমানে তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এ রকম একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণী শিল্পীর জন্য বিশেষ চিকিৎসা বোর্ড গঠন করা উচিত। প্রয়োজন হলে বিদেশে পাঠানোর ব্যবস্থাও নেওয়া দরকার। জাতি তা-ই চায়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, তিনি যেন ব্যক্তিগত উদ্যোগে ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেন।’

এই সময় মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুল সংগীতের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে সবার মন জয় করেন। পরে সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে লালনসংগীতে সরাসরি তালিম নেন।

তিনি একুশে পদক (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩) এবং জাপানের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার (২০০৮) লাভ করেছেন।

শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করে দেশের সাংস্কৃতিক মহলে উদ্বেগ ও সহানুভূতির ছায়া নেমে এসেছে।