মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:৪৬ পিএম

রাতুলের মৃত্যুতে পেছাল অড সিগনেচারের কামব্যাক শো

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:৪৬ পিএম

সিগনেচার ব্যান্ড। ছবি সংগৃহীত

সিগনেচার ব্যান্ড। ছবি সংগৃহীত

নতুন প্রজন্মের রকব্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো অড সিগনেচার। গিটারিস্ট পিয়ালের আকস্মিক মৃত্যুতে দীর্ঘদিন বন্ধ ছিল ব্যান্ডটির সকল কার্যক্রম। তবে সম্প্রতি সেই শোক ভুলে পিয়ালের স্মৃতিকে সঙ্গী করে আবার তাদের পথচলা শুরু করতে চেয়েছিলেন তারা। ১ আগস্ট ছিল অড সিগনেচারের কামব্যাক শোয়ের নির্ধারিত তারিখ। কিন্তু সেই শো আপাতত স্থগিত করেছে ব্যান্ডটি। 

কারণ হিসেবে সাম্প্রতিক উত্তরা বিমান দুর্ঘটনার পাশাপাশি সংগীতশিল্পী এ কে রাতুলের মৃত্যুকে উল্লেখ করেছেন তারা। রাতুল ছিলেন অড সিগনেচারের ঘনিষ্ঠ বড় ভাই এবং কনসার্টে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তার। একটি কনসার্টে সাউন্ড ইঞ্জিনিয়ারিং শুধু টেকনিক্যাল বিষয় নয়, বরং পুরো পরিবেশনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

ব্যান্ড সদস্যরা বলেন, ‘গতকাল আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১লা আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবে না, ব্যাপারটা মেনে নেওয়া এই মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব।’

কিছুদিন আগে উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় এতগুলো কোমলমতি শিশুর অকাল ও আকস্মিক মৃত্যু নাড়িয়ে দেয় দেশের প্রতিটি অঙ্গনকে। ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয়। 

সেই রেশ কাটতে না কাটতেই প্রিয় সহশিল্পী রাতুলের মৃত্যু ব্যান্ড অড সিগনেচারের সদস্যদের ওপর মানসিকভাবে গভীর প্রভাব ফেলেছে।

ব্যান্ডের ভাষায়, ‘এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক।’

তবে অড সিগনেচার জানিয়েছে, শো স্থগিত হলেও বাতিল হয়নি। ব্যান্ডটি বলেছে, ‘আপনাদের কথা দিচ্ছি, শো হবে এবং তা আগস্ট মাসেই হবে। নিজেদের আরেকটু গুছিয়ে নিয়ে খুব শীঘ্রই আমরা পরবর্তী তারিখ জানিয়ে দিব।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!