বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কৃষি ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০১:১৩ পিএম

মাছ চাষের আগে পুকুর প্রস্তুতি, যেসব বিষয় খেয়াল রাখবেন

কৃষি ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০১:১৩ পিএম

মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি। ছবি- সংগৃহীত

মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে মাছ শুধু মানুষের আমিষের প্রধান উৎসই নয়, বরং অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও। আধুনিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এখন দেশের বিভিন্ন অঞ্চলে পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষের প্রবণতা বাড়ছে। তবে মাছ চাষে সাফল্য নির্ভর করে একটি সুনির্দিষ্ট ও বিজ্ঞানভিত্তিক প্রস্তুতির ওপর, যার মধ্যে অন্যতম হলো পুকুর প্রস্তুতি। মাছ ছাড়ার আগেই পুকুরের পানি, মাটি, পরিকাঠামো এবং জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জেনে নিন মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতির পদ্ধতি-

১. জলজ আগাছা, কচুরিপানা, কলমিলতা, হেলেঞ্চা শেকড়সহ তুলে ফেলতে হবে।
২. রাক্ষুসে মাছ এবং অবাঞ্ছিত মাছ সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে।
৩. প্রতি শতকে ১ কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে।
৪. পুকুরে পানি থাকলে ড্রামে বা বালতিতে গুলে ঠান্ডা করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে।
৫. মাটি ও পানির গুণাগুণ বিবেচনায় রেখে চুন দেওয়ার এক সপ্তাহ পর জৈবসার দিতে হবে।

৬. পুকুর শুকনো হলে পুকুরে সার, চুন, গোবর ছিটিয়ে লাঙল দিয়ে চাষ করে পানি ঢোকাতে হবে।
৭. পোনা মজুতের আগে পুকুরে ক্ষতিকর পোকামাকড় থাকলে মেরে ফেলতে হবে।
৮. পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য জন্মালে পোনা মজুত করতে হবে।
৯. পোনার আকার ৮-১২ সেন্টিমিটার হতে হবে।
১০. নিয়মমতো পুকুরে পোনা ছাড়তে হবে।

১১. পোনা হাড়ি বা পলিথিন ব্যাগে আনলে মুখ খোলার আগে পুকুরের পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
১২. ব্যাগের মুখ খুলে অল্প করে ব্যাগের পানি পুকুরে এবং পুকুরের পানি ব্যাগে ভরতে হবে।
১৩. ব্যাগের পানি ও পুকুরের পানির তাপমাত্রা যখন সমান হবে; তখন পাত্র বা ব্যাগের মুখ আধা পানিতে ডুবিয়ে কাত করে সব পোনা পুকুরে ছেড়ে দিতে হবে।
১৪. সকাল এবং বিকালই পোনা ছাড়ার উত্তম সময়।

১৫. সকাল ১০টা এবং বিকেল ৩টায় খৈল, কুঁড়া, ভুসি ইত্যাদি সম্পূরক খাবার সরবরাহ করতে হবে।
১৬. রোগ প্রতিরোধী মাছের পোনা চাষ করতে হবে।
১৭. সঠিক সংখ্যায় পোনা মজুত করতে হবে।
১৮. পোনা ছাড়ার আগে পোনা রোগে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতে হবে।
১৯. পুকুরে পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে।
২০. প্রতি ৩-৪ বছর পর পর পুকুর একদম শুকিয়ে ফেলতে হবে

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!