সুর সৃষ্টি করা যায় যেকোনো মাধ্যমেই। এ বিশ্বাস থেকেই ব্যতিক্রমী এক পথ বেছে নিয়েছে অস্ট্রিয়ার একটি সংগীত দল। তারা সবজি দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বাজিয়ে বিশ্ব মাতিয়ে চলেছে। প্রতিটি কনসার্টের জন্যই তারা নতুন ও একেবারে সতেজ বাদ্যযন্ত্র তৈরি করে।
অভিনব এই উদ্যোগ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ‘দ্য ভেজিটেবল অর্কেস্ট্রা’। ১৯৯৮ সালে ভিয়েনায় এই দলটি ১১ জন সদস্য নিয়ে গড়ে উঠেছে।
সবজি দিয়ে বাদ্যযন্ত্র তৈরির যাত্রা
ভেজিটেবল অর্কেস্ট্রা এ পর্যন্ত ৩৪৪টি কনসার্ট করেছে, যেখানে তাদের বাদ্যযন্ত্র তৈরি হয়েছে মুলা, গাজর, শসা, বেগুন, কুমড়া ও লিকের মতো সবজি দিয়ে। তাদের মতে, এসব বাদ্যযন্ত্র থেকে যে সুর বের হয়, তা অন্য কোনো প্রচলিত যন্ত্র দিয়ে সহজে তৈরি করা সম্ভব নয়।
দলের ওয়েবসাইটে যা বলা হয়েছে
"আমরা এমন ধ্বনি সৃষ্টি করতে পারি, যা অন্য কোনো বাদ্যযন্ত্র থেকে পাওয়া যায় না। কখনো এগুলো প্রাণীদের মতো শোনায়, আবার কখনো একেবারে বিমূর্ত শব্দের অনুভূতি দেয়।"
নতুন বাদ্যযন্ত্র তৈরির চ্যালেঞ্জ
প্রতিটি পারফরম্যান্সের আগে নতুন বাদ্যযন্ত্র বানাতে হয় দলটিকে। কারণ মঞ্চে বাজানোর সময় সবজি ভেঙে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে, তাই সব সময়ই প্রস্তুত থাকতে হয়।
কনসার্ট শেষে থাকে বিশেষ আয়োজন
অনুষ্ঠান শেষে দর্শকদের জন্য থাকে আরও এক চমক—সবজির স্যুপ! বাদ্যযন্ত্র বানানোর পর যে সবজি বেঁচে যায়, তা দিয়েই সুস্বাদু স্যুপ তৈরি করে পরিবেশন করা হয়।
সবকিছু থেকেই সুর সম্ভব!
ভেজিটেবল অর্কেস্ট্রা বিশ্বাস করে "প্রতিটি বস্তুর নিজস্ব সুর আছে। ঠিকভাবে ব্যবহার করতে পারলে যেকোনো কিছুই বাদ্যযন্ত্র হয়ে উঠতে পারে।"
এই ব্যতিক্রমী দল তাদের অভিনব বাদ্যযন্ত্র নিয়ে সারা বিশ্বে কনসার্ট করে চলেছে। তবে তারা একটি অনুরোধ জানিয়েছে—
"আমাদের আর জিজ্ঞেস করবেন না, আমরা নিরামিষভোজী কি না! আমরা নই। এ প্রশ্নের উত্তর ৩০ লাখবার দিয়েছি!"
 
নিজেদের অভিনব এসব বাদ্যযন্ত্র নিয়ে দলটি পৃথিবীর নানা প্রান্তে কনসার্ট করে বেড়াচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন