বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:৪৪ পিএম

অ্যান্ড্রয়েড ১৬এ যুক্ত হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি অরাকাস্ট, যে সুবিধা পাওয়া যাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:৪৪ পিএম

অ্যান্ড্রয়েড ১৬এ যুক্ত হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি অরাকাস্ট, যে সুবিধা পাওয়া যাবে

ফাইল ছবি

গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ বেটা ৩ আপডেটে যুক্ত হয়েছে ব্লুটুথ প্রযুক্তির নতুন সংযোজন অরাকাস্ট। এই সুবিধার মাধ্যমে স্মার্টফোন থেকে সরাসরি শ্রবণযন্ত্রে (হিয়ারিং এইড) অডিও সম্প্রচার করা যাবে, যা জনাকীর্ণ পরিবেশ কিংবা পাবলিক স্পেসে স্পষ্টভাবে শব্দ শোনার অভিজ্ঞতা দেবে।

অরাকাস্ট মূলত ব্লুটুথ এলই অডিও প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। গুগল জানিয়েছে, ফোনের সেটিংসে থাকা নির্দিষ্ট শ্রবণযন্ত্র প্রিসেট ব্যবহার করে অডিও সম্প্রচারের মান উন্নত করা যাবে। 

ফলে ব্যবহারকারী তার শ্রবণক্ষমতার সঙ্গে মানানসই শব্দ গ্রহণ করতে পারবেন। অরাকাস্টের মাধ্যমে একটি উৎস থেকে একাধিক যন্ত্রে একই সঙ্গে অডিও সম্প্রচার করা সম্ভব হবে। এটি স্টেডিয়াম, মিউজিয়াম, সম্মেলনকেন্দ্র কিংবা গণপরিবহনে শ্রবণসহায়ক প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। 

গুগলের পিক্সেল ৯ ব্যবহারকারীরা খুব সহজ উপায়ে অরাকাস্ট সম্প্রচারে যুক্ত হতে পারবেন। তাদের জন্য কিউআর কোড স্ক্যান করেই সরাসরি সম্প্রচারে সংযুক্ত হওয়ার সুবিধা রাখা হয়েছে। এতে প্রচলিত ব্লুটুথ সংযোগের চেয়ে সহজ ও দ্রুততর অভিজ্ঞতা মিলবে।

অরাকাস্ট প্রযুক্তি ব্যবহারের জন্য ব্লুটুথ এলই অডিওসমর্থিত শ্রবণযন্ত্র প্রয়োজন হবে। বর্তমানে জিএন হিয়ারিং ও স্টার্কির মতো কোম্পানির তৈরি ডিভাইস এই প্রযুক্তি সমর্থন করে। 

এ ছাড়া স্যামসাং গ্যালাক্সির ওয়ান ইউআই ৭ চালিত অ্যান্ড্রয়েড ১৫ ডিভাইস ও অ্যান্ড্রয়েড ১৬ বেটার গুগল পিক্সেল ৯ ফোনে এই প্রযুক্তি চালু করা যাবে। সমর্থিত টেলিভিশন স্ট্রিমিং ডিভাইস কিংবা জনসমাগমপূর্ণ স্থানের সম্প্রচারেও অরাকাস্টের সুবিধা পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর গত বছর ব্লুটুথ এসআইজি (ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ)এর বাজার উন্নয়ন বিভাগের সিনিয়র পরিচালক চাক সাবিন ও সিনিয়র ব্যবস্থাপক হেনরি ওংয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার নেয়। 

তারা জানান, ২০২৫ সালের শুরুতেই বিশ্বজুড়ে অরাকাস্টের ব্যাপক ব্যবহার শুরু হতে পারে। তাদের মতে, অরাকাস্ট ব্যবহারের জন্য অন্তত ব্লুটুথ ৫ দশমিক ২ প্রযুক্তি প্রয়োজন। এ প্রযুক্তি দ্রুত সংযোগের পাশাপাশি অনেক ডিভাইসে অডিও শেয়ার করার সুযোগ দেবে।
সূত্র: বিজিআর ডটকম

আরবি/এসএম

Link copied!