ফেসবুকে সবাই সব ধরনের কনটেন্ট পছন্দ করেন না। প্রত্যেকের আলাদা পছন্দ রয়েছে। কারো কাছে কোনো কনটেন্ট আকর্ষণীয় আবার কারো কাছে সেটা বিরক্তির কারণ। আবার সবার সঙ্গে সব ধরনের তথ্য শেয়ার করা সব সময় সুবিধাজনক নয়। তাহলে এ ক্ষেত্রে করণীয় কী?
এ ধরনের সমস্যায় পড়া ব্যবহারকারীদের জন্য ফেসবুক একটি ফিচার ডেভেলপ করেছে। ফিচারটির নাম কাস্টম লিস্ট। এই ফিচারটি ব্যবহার করে ব্যক্তিগত ও পেশাগত জীবন বা নির্দিষ্ট কোনো ইভেন্ট সম্পর্কিত আপডেট শুধু বাছাই করা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য কাস্টম লিস্ট তৈরি করা একটি অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় ফিচার। এটি ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইলের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট ও আপডেট নির্দিষ্ট বন্ধুদের কাছে সীমাবদ্ধ রাখতে সাহায্য করে। ফেসবুকের কাস্টম লিস্টের মাধ্যমে বন্ধুদের নিয়ে বিভিন্ন তালিকা তৈরি করা যায় এবং পোস্ট শেয়ারিংয়ের সময় সেই তালিকা নির্বাচন করে নির্দিষ্ট কিছু মানুষের কাছে গোপনীয় ও ব্যক্তিগত তথ্য শেয়ার করা যায়।
এভাবে পরিবার, বন্ধ ও সহকর্মীদের জন্য আলাদা আলাদা তালিকা তৈরি করতে পারেন। তবে কম্পিউটার থেকে কাস্টম লিস্ট তৈরি করা যাবে।
নতুন কাস্টম ফ্রেন্ডলিস্ট তৈরি করবেন যেভাবে
১. কম্পিউটারে ফেসবুকে সাইন ইন করুন। মেনু বারের বাম দিক থেকে ‘ফ্রেন্ডস’ অপশন নির্বাচন করুন।
২. ‘ক্রিয়েট লিস্ট’ অপশনটি নির্বাচন করুন।
৩. ফ্রেন্ডলিস্টের নাম দিন (বন্ধু, পরিবার, অফিস)। এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন। এর ফলে বাম পাশে লিস্ট তৈরি হবে।
৪. এবার লিস্টের নামের ওপর ট্যাপ করুন। ডান পাশে ‘অ্যাড ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন। এবার যে বন্ধুদের আপনি এই লিস্টে যুক্ত করতে চান, তাদের নাম টাইপ করা শুরু করুন। ফেসবুক আপনার টাইপ করার সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের নাম প্রস্তাব করবে। অথবা স্ক্রল করে বন্ধুদের নির্বাচন করুন।
৫. বন্ধুদের নাম নির্বাচন করার পর ‘সেভ’ বাটনে ক্লিক করুন। এভাবে কাস্টম লিস্ট তৈরি হয়ে যাবে।
আপনি যদি আপনার লিস্টটি সম্পাদনা, নাম পরিবর্তন বা মুছে ফেলতে চান, তবে আপনার নিউজফিডের ওপরে ম্যানেজ লিস্ট অপশন নির্বাচন করুন।
স্মার্টফোন থেকে এসব লিস্ট ব্যবহার করবেন যেভাবে
পছন্দের মতো কাস্টম লিস্ট বা তালিকা তৈরি হলে স্মার্টফোন থেকেও সেগুলো ব্যবহার করা যাবে।
১. পোস্ট লেখার সময় ফ্রেন্ডস অপশনের সঙ্গে থাকা নিম্নমুখী তির চিহ্নে ট্যাপ করুন।
২. এবার ‘শো অল লিস্টস’ অপশনে ট্যাপ করুন। এখন সব লিস্টের তালিকা দেখাবে। 
৩. পছন্দ অনুযায়ী তালিকার ওপর ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

 
                             
                                    
                                                                


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন