আমরা বিভিন্ন প্রয়োজনে স্মার্টফোনে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি। তবে এমন কিছু অ্যাপ রয়েছে যা আপনার ফোনে থাকা গোপনে তথ্য চুরি করে নিচ্ছে। এ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারি ও ডেটা খরচ করে দিচ্ছে।
সম্প্রতি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন- বিশ্বজুড়ে বহু স্মার্টফোন ব্যবহারকারীর অজান্তেই তাদের ফোনে থাকা কিছু সাধারণ অ্যাপই বড় বিপদের কারণ হয়ে উঠছে। এসব অ্যাপ এখনই ডিলিট না করলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিচে বিপজ্জনক তিনটি অ্যাপ নিয়ে আলোচনা করা হলো-
১. ফ্রি ভিপিএন অ্যাপ (অপরিচিত ডেভেলপার)
অনেক ফ্রি ভিপিএন অ্যাপ দাবি করে আপনার পরিচয় গোপন রাখবে, অথচ বাস্তবে এগুলোই আপনার ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন ও ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করে। এসব অ্যাপ অনেক সময় ম্যালওয়্যার বা স্পাইওয়্যার যুক্ত হয়ে আসে।
২. ব্যাটারি সেভার বা ক্লিনার অ্যাপ
এই ধরনের অ্যাপ দাবি করে ফোন দ্রুত চালাবে ও ব্যাটারি বাঁচাবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন চালিয়ে দেয়, যা আপনার ফোন ধীর করে দেয় ও ডেটা খরচ বাড়িয়ে দেয়।
৩. টর্চ অ্যাপ
বর্তমানে স্মার্টফোনে বিল্ট-ইন ফ্ল্যাশলাইট ফিচার থাকলেও অনেকেই এখনো আলাদা টর্চ অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপগুলো প্রায়ই অতিরিক্ত পারমিশন চায়, যেমন কন্ট্যাক্ট, লোকেশন বা স্টোরেজ অ্যাক্সেস- যা তথ্য চুরির জন্য বিপজ্জনক।
বিশেষজ্ঞদের পরামর্শ, ফোনে অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপটির ডেভেলপার, রিভিউ ও পারমিশন দেখে নিন। অপ্রয়োজনীয় ও সন্দেহজনক অ্যাপগুলো অবিলম্বে ডিলিট করুন। নিরাপদ থাকতে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বিশ্বস্ত ও ভেরিফায়েড অ্যাপই ব্যবহার করুন।
আপনার মতামত লিখুন :