বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অকল্পনীয়। আর এই ইন্টারনেট ব্যবহারে অন্যতম প্রয়োজনীয় যন্ত্র হলো ওয়াইফাই রাউটার। অনেকেই রাতে ঘুমানোর সময় রাউটার চালিয়ে রাখেন, আবার কেউ কেউ তা বন্ধ করে দেন বিদ্যুৎ বাঁচানোর আশায়। তবে প্রশ্ন হলো- সারারাত রাউটার চালালে আদৌ কতটা বিদ্যুৎ খরচ হয়? আর প্রযুক্তিগত দিক থেকে এটি কি বন্ধ করে রাখা উচিত?
রাউটারের বিদ্যুৎ খরচ কতটুকু?
সাধারণত একটি ওয়াইফাই রাউটার ৫ থেকে ২০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। যদি ধরা হয় একটি রাউটার গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে ২৪ ঘণ্টা চালালে সেটি দিনে খরচ করে ০.২৪ ইউনিট বিদ্যুৎ। সেই হিসাবে, এক মাসে রাউটারটি খরচ করে প্রায় ৭.২ ইউনিট বিদ্যুৎ।
বর্তমান বিদ্যুৎ মূল্যের গড় অনুযায়ী (ইউনিট প্রতি আনুমানিক ৫ টাকা ধরে), এক মাসে সারাদিন রাউটার চালিয়ে রাখলে খরচ হয় প্রায় ৩৬ টাকা।
রাতে বন্ধ রাখলে কতটা সাশ্রয়?
যদি আপনি প্রতিদিন রাতের ৮ ঘণ্টা রাউটার বন্ধ রাখেন, তবে মাস শেষে প্রায় ২০ থেকে ৩০ টাকার বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। যদিও এটা খুব বড় অঙ্ক নয়, তবে দীর্ঘমেয়াদে কিছুটা লাভবান হতেই পারেন।
রাউটার বন্ধ রাখাই কি ভালো?
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা ভিন্ন মতামত দিয়েছেন। তাদের মতে, রাউটার বারবার চালু ও বন্ধ করলে এর হার্ডওয়্যারের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। সেই সঙ্গে, অনেক সময় রাতের দিকেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা রাউটারে গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার আপডেট পাঠায়, যা রাউটার বন্ধ থাকলে মিস হয়ে যেতে পারে। ফলে পরে সংযোগে সমস্যা দেখা দিতে পারে।
করণীয় কী?
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চাইলে আপনি রাতে রাউটার বন্ধ রাখতে পারেন, তবে তা নিয়মিত বারবার না করাই ভালো। সপ্তাহে এক-দু’বার রাউটার রিস্টার্ট করাও ভালো অভ্যাস, এটি সংযোগের গতি ও স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।
যদি নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, তবে রাতে গেস্ট নেটওয়ার্ক বন্ধ করে রাখা বা MAC ফিল্টারিং চালু রাখা নিরাপদ পন্থা হতে পারে।