ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নভেম্বরেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:৪২ পিএম
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ছবি - সংগৃহীত

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আগামী ১ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এটি হবে চলতি বছরের তৃতীয় বিসিএস বিজ্ঞপ্তি, যা স্বাধীনতার পর থেকে পঞ্চাশতম মাইলফলক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, রোডম্যাপ অনুযায়ী সব বিসিএস কার্যক্রম শেষ করতে তারা সচেষ্ট এবং এজন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পিএসসির সূত্র বলছে, ৫০তম বিসিএসের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হচ্ছে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে, আর আদিবাসী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পাশাপাশি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।

চলতি বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যা চিকিৎসকদের জন্য আয়োজন করা হয়। এর মাধ্যমে ৩ হাজার স্বাস্থ্য ক্যাডার নিয়োগ প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন থাকছেন। এরপর ২১ জুলাই প্রকাশিত হয় ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, যেখানে শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

রোডম্যাপ অনুযায়ী ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৩০ জুন, ৪৫তম বিসিএসের লিখিত ফল ১৯ জুন এবং চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর। ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ে এবং চূড়ান্ত ফল প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর। সব মিলিয়ে বছরের মধ্যে একাধিক বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘদিনের জট কমিয়ে আনার চেষ্টা করছে পিএসসি।