আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত ১৯ জন আইনজীবীকে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির মঙ্গলবারের (১১ নভেম্বর) সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকায় তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শিশির মনির, ড. শাহদীন মালিক, মো. কায়সার কামালসহ ১৯ জন আইনজীবী রয়েছেন।
এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) এনরোলমেন্ট কমিটির সভায় ১৫৩ জন অ্যাডভোকেটকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়।


